স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর "পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩" প্রকল্পের আওতাধীন চাটখিল উপজেলার নয় (৯) ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) চাটখিল উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব পলাশ সমাদ্দার- এর উপস্থিতিতে পিছিয়ে পরা এসকল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস