অত্র দপ্তরের মাধ্যমে পিইডিপি-2,পিইডিপি-3,বিদ্যালয় বিহীন এলাকায় 1500 প্রাথমিক বিদ্যালয় স্থাপন,চাহিদাভিত্তিক জাতীয়করনকৃত বিদ্যালয় এবং চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করনকৃত বিদ্যালয় নির্মান প্রকল্পের আওতায় অনেক সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান/পূনঃনির্মান/মেরামত কাজ বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া আইআরআইডিপি.জিএনপি-2-3,গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প,বন্যায় ক্ষতিগ্রস্থ পূনঃর্বাসন প্রকল্প ,পল্লী সড়ক মেরামত কর্মসূচী প্রকল্প এবং সরকারের নিয়মিত রুটিন মেইনটেইনেন্স কর্মসূচী প্রকল্পের আওতায় অনেক জনগুরুত্বপূর্ন রাস্তা,ব্রীজ/কালভার্ট নির্মান করা হয়েছে।তাছাড়া বর্তমান সরকারের আমলে 3নং পরকোট এবং 9নং খিলপাড়া ইউপি কমপ্লেক্স ভবন অত্র দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।
এছাড়া বর্তমান সরকারের আমলে অ্স্বচ্চল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মান প্রকল্পের আওতায় অত্র দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ও বাস্তবায়িত 10(দশ) জন মুক্তিযোদ্ধাদের জন্য দশটি ঘর নির্মান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS