Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"ইজারালদ্ধ আয়" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Details

সম্পদ ইজারা হতে প্রাপ্ত অর্থ সরকারের আয়ের অন্যতম উৎস। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের হাট-বাজার, ফেরীঘাট ও জলমহাল ইজারা সম্পর্কিত বিশদ ধারণা প্রদানের লক্ষ্যে চাটখিল উপজেলা অডিটরিয়ামে "ইজারালদ্ধ আয়" বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে মূখ্য আলোচকের ভূমিকা রাখেন উপজেলা প্রকৌশলী জনাব রাহাত আমিন পাটওয়ারী। আলোচনার মূল বিষয়বস্তু ছিল, সরকারি সম্পদ ইজারা দানের প্রক্রিয়া এবং ইজারা হতে প্রাপ্ত অর্থের খাত ভিত্তিক বন্টন। আলোচনা শেষে উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও ইউনিয়ন সচিবগণ জ্ঞানগর্ভমূলক আলোচনার প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।

Attachments
Publish Date
30/01/2024
Archieve Date
30/04/2024