"পল্লী কর্মসংস্থান ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (RERMP-3)" এলজিইডি-এর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিধবা, স্বামী পরিত্যক্তা, ডিভোর্সি ও আর্থিকভাবে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করণের একটি প্রকল্প। ইতিমধ্যে দুই (২) মেয়াদে এই প্রকল্প শেষ হয়েছে। আজ চেক ও সনদ বিতরণের মধ্য দিয়ে চাটখিল উপজেলায় প্রকল্পটি তৃতীয় মেয়াদকাল শেষ হল। প্রতি ইউনিয়ন থেকে ১০ জন করে চাটখিল উপজেলায় মোট ৯০ জন এবং দেশব্যাপী প্রায় ৪৪,০০০ নারী এই প্রকল্পে চার (৪) বছরব্যাপি কাজ করেন। যেখানে তাদের দৈনিক মজুরি ছিল ২৫০ টাকা। যার মধ্যে ১৭০ টাকা নগদ এবং অবশিষ্ট ৮০ টাকা ব্যাংকে জমা হতো। দৈনিক ৮০ টাকা হারে চার (৪) বছরে মুনাফাসহ এই জমার পরিমান দাঁড়ায় প্রায় ১,১৮,০০০/-
পল্লী কর্মসংস্থান ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি - ৩ শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি নোয়াখালী অঞ্চলের মাননীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব কাজী গোলাম মোস্তফা স্যার , এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব লুৎফর রহমান মহোদয় , এলজিইডি নোয়াখালী জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব যুগল কৃষ্ণ মন্ডল মহোদয় , চাটখিল উপজেলা প্রকৌশলী জনাব মোঃ রাহাত আমিন পাটওয়ারী, আরইআরএমপি - ৩ প্রকল্পের ট্রেইনি অফিসার জনাব সোমা পাল, চাটখিল উপজেলার কমিউনিটি অর্গানাইজার জনাব ধ্রুব সাহা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার জনাব শেখ এহসান উদ্দিন মহোদয় এবং প্রধান অতিথির আসন অলংকরণ করেন নোয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এইচ এম ইব্রাহিম মহোদয় । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সম্মানিত মেয়র জনাব নিজাম উদ্দিন ভিপি মহোদয় এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল হুদা শাকিল মহোদয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS