দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ করা হয়েছে এবং গত ৩১ জানুয়ারি, ২০২৩ মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
উক্ত আইনের আলোকে গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৯/০৪/২৪ ইং তারিখে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ এহসান উদ্দীন স্যার। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আকিব ওসমান, উপজেলা প্রকৌশলী জনাব মো: রাহাত আমিন পাটওয়ারী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS