স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান,পূনঃনির্মান/মেরামত কাজ বাস্তবায়ন ও অত্র উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি),স্থাবর সম্পত্তির-1% এর বিপরীতে গৃহীত ও বাস্তবায়ণাধীন চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত ও পরিদর্শনকারী সংশ্লিষ্ঠ কর্মকর্তা হচ্ছেন যথাক্রমে-1নং সাহাপুর,2নং রামনারায়নপুর,7নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ,8নং নোয়াখলা এবং 9নং খিলপাড়া ইউপি’র জন্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী,এলজিইডি,চাটখিল,নোয়াখালী এবং 3নং পরকোট,4নং বদলকোট,5নং মোহাম্মদপুর,6নং পাঁচগাঁও ইউপি’র জন্য বিভিন্ন্ উন্নয়নমূলক কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিদর্শনকারী ব্যক্তি হচ্ছেন জনাব মোস্তাছিম বিল্লাহ,উপ-সহকারী প্রকৌশলী,এলজিইডি,চাটখিল,নোয়াখালী।তাহাছাড়া অত্র দপ্তরে নতুন যোগদানকৃত ফিরোজ আহমেদ,সার্ভেয়ার-কে 1নং সাহাপুর ইউপি এবং 6নং পাঁচগাঁও ইউপি’র বিভিন্ন উন্নয়সমূলক কাজ যেমন-উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল,উপজেলা বার্ষিক উন্নয়ণ কর্মসূচী ্এবং সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ তদারিক ও বাস্তবায়নের জন্য প্রকল্প পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS